Pragya Thakur: আদালতে বললেন শরীর ভাল নেই, বিয়ে বাড়িতে নাচলেন প্রজ্ঞা ঠাকুর, ভাইরাল ভিডিয়ো
নাচছেন প্রজ্ঞা ঠাকুর

ভোপাল, ৯ জুলাই: বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে দেখা গেল বিজেপি (BJP)  সাংসদ প্রজ্ঞা ঠাকুরকে। প্রজ্ঞা ঠাকুরের সেই বিয়ে বাড়িতে নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি প্রজ্ঞা ঠাকুরের (Pragya Thakur) শরীর ভাল নয় বলে খবর ছড়ায়। ফলে মালেগাঁও বিস্ফোরণ মামলার শুনানিতে তিনি এই মুহূর্তে হাজির হতে পারবেন না জানা যায়। তিনি শ্বাসকষ্টে ভুগছেন। ফলে এই মুহূর্তে তিনি ভোপাল থেকে মুম্বইতে (Mumbai) যাচ্ছেন চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য মুম্বইতে পাড়ি দেওয়াতেই তিনি মালেগাঁও বিস্ফোরণ মামলার শুনানিতে হাজির হতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: দেহরক্ষীর মৃত্যুর ৩ বছর পর এফআইআর, বিপাকে পড়তে পারেন শুভেন্দু

শরীর ভাল নেই বলে আদালতে হাজিরা দিতে পারবেন না বলে জানানোর পর প্রজ্ঞা ঠাকুরকে সম্প্রতি বাস্কেটবল (Basketball) খেলতে দেখা যায়। যা নিয়ে চর্চা শেষ হতে না হতেই এবার তাঁকে দেখা গেল বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা প্রজ্ঞা ঠাকুরের বাস্কেটবল খেলা এবং নাচের ভিডিয়ো ট্যুইট করে প্রশ্ন চিহ্ন বসিয়ে দেন।