ইন্দোর, ১৪ জুলাই: দেশে বিজেপির সবচেয়ে মজবুত ঘাঁটি মধ্যপ্রদেশের হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রোহিত আর্য (Rohit Arya) পদ্ম শিবিরে নাম লেখালেন। তবে অভিজিত গঙ্গোপাধ্যায়ের মত মাঝপথে নয়, দায়িত্ব থেকে অবসর নেওয়ার পরেই তিনি রাজনীতিতে যোগ দিলেন। এবার খুব সম্ভবত তাঁকে রাজ্যসভা কিংবা রাজ্য মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলে জল্পনা। এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিত গঙ্গোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারী তাঁকে তমলুক থেকে জিতিয়ে সাংসদ করেন।
মাস তিনেক আগে রোহিত আর্য বিচারপতি হিসেবে অবসর নেন। এরপর এদিন ভোপালে মধ্যপ্রদেশে বিজেপি সভাপতি রাঘবেন্দ্র শর্মা-র হাত ধরে বিচারপতি তিনি দলীয় সদস্যপদ গ্রহণ করেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিচারব্যবস্থার কাজে জড়িত হন। ২০০৩ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে সিনিয়র উকিল হিসেবে যোগ দেন। সিভিল আইন, বানিজ্যিক আইন, প্রশাসনিক শ্রমিক আইন, কর আইনের মত বিষয়ে তিনি প্র্য়াকটিশ করতেন।
দেখুন খবরটি
Former Madhya Pradesh judge Justice Rohit Arya joins BJP https://t.co/TzyzpfRfnl
— nikhil wagle (@waglenikhil) July 14, 2024
কেন্দ্রীয় সরকার, এসবিআই, টেলিকম, বিএসএনএল, আয়কর দফতরের হয়ে তিনি বিভিন্ন সময় হাইপ্রোফাইল মামলা লড়েন। ২০১৩ সালে তিনি মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন। দু বছর পর সেখানেই তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। চলতি বছর ২৭ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন। ২০২১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে ওঠা কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবং নলিনী যাদব-কে ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় তিনি জামিন দেননি। ২০২০ সালে এক ধর্ষণ মামলায় নির্যাতিতার হাতে ধর্ষকের রাখি পরিয়ে মামলা নিষ্পতির চেষ্টার ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচিত হয়েছিলেন বিচারপতি রোহিত আর্য।