নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: বলিউডের বাঙালি নায়িকা রিমি সেন (Rimi Sen) যোগ দিলেন কংগ্রেসে (Congress)। উত্তরখাণ্ড বিধানসভা নির্বাচনের (Uttarakhand Assembly Elections 2022) আগে 'ধুম', 'হাঙ্গামা', 'ফের হেরাফেরি'-র মত হিট সিনেমায় অভিনয় করা রিমি আগে বিজেপি-র তারকা প্রচারক হিসেবে কাজ করেছিলেন। যোগ দিলেন কংগ্রেসে। উত্তরাখণ্ড কংগ্রেসের প্রধান হরিশ রাওয়াতের থেকে দলীয় পতাকা তুলে নেন রিমি। উত্তরাখণ্ড নির্বাচন সমিতির অভিযান সমিতির কংগ্রেস প্রধানের দায়িত্ব পালন করবেন রিমি। যে রিমি ২০১৭ সালে কৈলাশ বিজয়বর্গী-র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। এমনকী পঞ্জাব নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ারও সম্ভাবনা ছিল তাঁর।
ছোটদের অত্যন্ত প্রিয় সিনেমা 'দামু'-র পরিচালক রাজা সেনের মেয়ে রিমি বলিউডে অনেক হিট সিনেমায় অভিনয় করেন। অপর্না সেনের /পারমিতার একদিন/ সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। ২০০৩ সালে প্রিয়দর্শনের কমেডি সিনেমা 'হাঙ্গামা' দিয়ে বলিউডে পথ চলা শুরু। এরপর অমিতাভ বচ্চন, সলমন খান অভিনীত 'বাগবান', অভিষেক বচ্চনের বিপরীতে 'ধুম' সিরিজ, 'ফির হেরা ফেরি , গোলমাল আনলিমিটেড সহ অন্তত ১৫-১৬টি বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা যায়। আরও পড়ুন: লতাজির মরদেহে শাহরুখের 'থুতু' বিতর্কের মাঝে ভাইরাল 'মাই নেম ইস খানের' 'দোয়ার' দৃশ্য
দেখুন টুইট
Actress #RimiSen joins @INCUttarakhand https://t.co/lthtsFJm8p
— The Tribune (@thetribunechd) February 7, 2022
টলিউডে প্রসেনজিত চট্টোপাধ্যায়ের বিপরীতে 'সজনি', বুদ্ধদেব দাশগুপ্তের জাতীয় পুরস্কার জয়ী 'স্বপ্নের দিন' সিনেমাতেও অবিনয় করেন রিমি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্যে স্নাতক রিমিকে ২০১১-র পর থেকে অবশ্য আর অভিনয় করেননি। ২০১৬ সালে এক বলিউড সিনেমায় প্রযোজক হিসেবে কাজ করেন শুভমিতা সেন নামে। মাঝে বিগ বস ৯-এও দেখা গিয়েছিল তাঁকে।
অভিনয়ের পাঠ চুকিয়ে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। রিমির ঠিক পরেই সানি দেওল বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বিজেপি-র সঙ্গে ক্রমশ দূরত্ন তৈরি হতে থাকে রিমির। এবার উত্তরাখণ্ডে কংগ্রেসের হাত ধরলেন তিনি। ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা নির্বাচন হবে। গতকাল, পঞ্জাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী মাহি গিল। বাঙলা হোক কী ইউপি, পঞ্জাব, বিজেপিতে সেলেব যোগ লেগেই থাকে, কিন্তু সাম্প্রতিককালে সেভাবে কোনও সেলেব্রিটিকে কংগ্রেসে যোগ দিতে দেখা যায়নি। রিমি সেই কাজটাই করলেন।