গতকাল, রাতে মুম্বইয়ে গুলি করে খুন করা হয় মুম্বইয়ের প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবদ বাবা সিদ্দিকি (Baba Siddique)-কে। মুম্বইয়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকের খুন নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডের শহরে। আরব সাগরের তীরের শহর কিছুতেই মেনে নিতে পারছে না ইফতার পার্টিতে এক ডাকে শাহরুখ খান, সলমন খানের মত মহাতারকাদের এক মঞ্চে নিয়ে আসা সব সময় হাসিমুখে থাকা সেই ব্যক্তির হত্যা নিয়ে। বাবা সিদ্দিকির ঘনিষ্ঠ বন্ধু বলিউড তারকা সলমন খান এদিন দুপুরে তাঁর বাড়িতে যান। বাবা সিদ্দিকির পরিবারের সদস্যদের সমবাদেনা জানান। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে যান সলমন। মিডিয়া কর্মীদের এড়িয়ে যান সল্লু ভাই।
বাবা সিদ্দিকির বাড়িতে সলমন খান, ভিডিয়ো
#WATCH | Mumbai, Maharashtra: Actor Salman Khan left from Baba Siddique's residence pic.twitter.com/bpD3El9g6h
— ANI (@ANI) October 13, 2024
সলমন চলে যাওয়ার পর বাবা সিদ্দিকের বাড়িতে যান দেশের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন।
একটু পরেই মুম্বইয়ে পূর্ণ মর্যাদায় বাবা সিদ্দিকির শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁকে খুনের অভিযোগে উত্তর প্রদেশ ও হরিয়ানার দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আর এক অভিযুক্ত পলাতক।
অভিযুক্তদের ২১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুন করেছে বলে এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে।