সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) কোনও রাজনৈতিক দলের প্রার্থী নন, কোনও দলের সঙ্গে প্রত্যক্ষাভাবে যুক্ত নন, এমনকী কোনও নেতার সমর্থনে প্রচারও করেননি। তবুও তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের কারণে দায়ের হল মামলা। কিন্তু কোন অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল অভিযোগ? শেষে পুষ্পা রাজকেও তাহলে ঝুঁকতে হচ্ছে? আল্লুর পাশাপাশি বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি দলের বিধায়ক শিল্পা রবির বিরুদ্ধেও।
জানা যাচ্ছে সোমবার এই রাজ্যের ২৫টি লোকসভা আসনে নির্বাচন রয়েছে। যার মধ্যে নান্দিয়াল কেন্দ্রও রয়েছে। এই আসন থেকেই দাঁড়িয়েছেন শিল্পা রবি। আর শনিবার ছিল এই আসনে প্রচার করার শেষ দিন। ওইদিন প্রচারের নির্ঘন্ট পেরিয়ে যাওয়ার পর শিল্পার বাসভবনে দেখা করতে আসেন আল্লু অর্জুন এবং তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি। আর সেই খবর এলাকাবাসীদের কানে যেতেই ভক্তরা জমায়েত করল বিধায়কের বাড়ির সামনে। কাতারে কাতারে মানুষ এসেছিলেন তাঁদের প্রিয় সুপারস্টারকে দেখতে।
Actor Allu Arjun Charged For Violating Poll Code While Visiting Andhra MLA https://t.co/B13oufsvO2 pic.twitter.com/XpEoNoQKwr
— NDTV News feed (@ndtvfeed) May 12, 2024
এমনকী ভক্তদের দেখতে বাইরে আসেন অভিনেতা। সঙ্গে ছিলেন শিল্পা রবিও। ভক্তদের দেখে হাত নাড়েন সকলে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেন আল্লু অর্জুন। আর তারপরেই অভিনেতা ও বিধায়ক দুজনের বিরুদ্ধে দায়ের হয় মামলা। মূলত নির্বাচনের ৪৮ ঘন্টা আগের কোনওরকম জমায়েত করার নিয়ম নেই। এমনকী এই ভিড়ের কথা আগে থেকেও প্রশাসনকে জানানোও হয়নি। ফলে সেই কারেণে ভারতীয় দণ্ডবিধি ১৮৮ ধারা, নির্বাচনী আইন অনুযায়ী ১৪৪ ধারা এবং অন্ধ্রপ্রদেশ পুলিশ আইনের ৩১ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে অভিনেতা ও বিধায়কের বিরুদ্ধে। যদিও এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি দুজনে।