দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেল এবিভিপি। গত বৃহস্পতিবার চারটি আসনে নির্বাচন হয়েছে, শুক্রবার নির্বাচনের রেজাল্ট প্রকাশ হয়েছে। যার মধ্যে ৩টি আসন নিজেদের দখলে রাখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উল্লেখযোগ্যভাবে সভাপতি আসনটিও চলে গিয়েছে এবিভিপির কাছে। যার ফলে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নয়া সভাপতি হয়েছেন এবিভিপি প্রার্থী আরিয়ান মান। এছাড়া সম্পাদক ও যুগ্ম সম্পাদক এই দুটি পদ জয় করেছে আরএসএসের এই ছাত্র সংগঠন। শুধুমাত্র সহ-সভাপতি নিজেদের দখলে রেখেছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।

কংগ্রেস প্রার্থীকে হারাল এবিভিপি

জানা যাচ্ছে, সভাপতির দৌড়ে আরিয়ানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এনএসইউআই-এর জসলিন নন্দিতা চৌধুরি। তাঁকে হারিয়েছেন ১৬ হাজারেরও বেশি ভোটে। অন্যদিকে অবশ্য সহ-সভাপতি পদে এবিভিপির গোবিন্দ তানওয়ারকে হারিয়েছেন কংগ্রেসের রাহুল ঝানওয়াল। এছাড়া এবিভিপি প্রার্থী হিসেবে সম্পাদকের পদে জিতেছেন কুণাল চৌধুরি ও যুগ্ম সম্পাদক পদে জিতেছেন দীপিকা ঝাঁ।

সকালেই শুরু হয় ভোট গননার কাজ

শুক্রবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনার কাজ। শুরু থেকেই বেশিরভাগ রাউন্ডে এগিয়ে ছিলেন এবিভিপির সদস্যরা। অবশেষে দিনের শেষে তাঁরাই জয় ছিনিয়ে নিয়ে আসল। ২০২৪ সালের আগে ৭ বার দিল্লি বিশ্ববিদ্যালয় জয় পেয়েছিল এবিভিপি। তবে গত বছরে কংগ্রেস জিতলেও, এই বছরে আবারও দিল্লি বিশ্ববিদ্যালয় দখলে রাখল এবিভিপি।