Ahishek Shot Dead Photo Credit: Twitter@KKMishraOffice

শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা অভিষেক ঘোষালকরকে (Abhishek Ghosalkar) গতকাল (৮ ফেব্রুয়ারি)রাতে  মুম্বইয়ের দহিসার এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে। অভিষেককে   লক্ষ্য করে চারটি গুলি করা হয়, তবে তাঁর শরীরে তিনটে গুলির চিহ্ন পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এমএইচবি থানা (MHB Police Station) এলাকায়। শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোষালকর প্রাক্তন কর্পোরেটর। পারস্পরিক বিরোধের জেরে এই গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার সময় মরিস বলে এক ব্যক্তির সঙ্গে অভিষেক ফেসবুক লাইভ করছিলেন। তাই মনে করা হচ্ছে যে ব্যক্তি অভিষেককে গুলি করেছিল তিনি মরিস ছাড়া আর কেউ নন।  লাইভ চলাকালীন, মরিস তার কাছ থেকে দূরে চলে যায়, তারপরে ফিরে আসতেই অভিষেককে গুলি করে সে। অভিষেককে গুলি করার পর অভিযুক্ত মরিস নিজেও গুলি করে আত্মহত্যা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।গ্যাংস্টার মরিস বোরিভালি পশ্চিমের আইসি কলোনির বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও প্রতারণার মামলা রয়েছে।

এই ঘটনার মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন মৃত্যুর আগের সেই  ভিডিও-

অভিযুক্ত মরিসের সঙ্গে অভিষেক