Police, Representational Image (Photo Credit: File Photo)

এবার দুষ্কৃতি তাণ্ডব মুম্বইয়ের মতো শহরে। পথচারীর ওপর হামলা চালাল দুই দুষ্কৃতী। বুধবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পানভেলের (Panvel) কাছে সিওন-পানভেল হাইওয়েতে। গুলির ঘায়ে লুটিয়ে পড়েন বছর ৫০-এর ওই ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারীরা পূর্ব পরিচিত ছিলেন নাকি কোনও সুপারি কিলার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

পথচারীর ওপর গুলি চালাল দুষ্কৃতী

পুলিশসূত্রে খবর, বেলাপুরের পারসিক হিলের বাসিন্দা সদরুদ্দিন খান চেম্বুরের (Chembur) ডায়মন্ড গার্ডেন সিগন্যালের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এক বাইকে দুই যুবক এসে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদরর্শীরা জানিয়েছেন, মোট দুই রাউন্ড গুলি চলে তাঁকে লক্ষ্য করে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। এদিকে হামলাকারীর ঘটনার পর পালিয়ে যায়। অন্যদিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

ঘটনার তদন্তে চালাচ্ছে পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীদের মুখে হেলমেট ছিল, তাই তাঁদের চিহ্নিত করা যায়নি। অন্যদিকে, ওই জায়গায় সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।