Representational Image (Photo Credit: X)

রবিবাসরীয় সন্ধ্যায় দুই প্রতিবেশীর মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত মুম্বইয়ের এমএইচবি থানা (MHB Police Station) এলাকায়। জানা যাচ্ছে, দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। এদিন তাঁদের ঝামেলা হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে হামলা করা হয়। আর তাতেই মৃত্যু হয় দুই পরিবারের তিন সদস্যের। আহত হয়েছেন কমপক্ষে চারজন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে হাসপতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও কাউকেই গ্রেফতার করা হয়নি।

প্রতিবেশীদের মধ্যে তুমুল সংঘর্ষ

জানা যাচ্ছে, গনপত পাতিল এলাকার বাসিন্দা রাম নবল গুপ্তা এবং হামিদ শেখের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা। এদিন বিকেল ৪টে নাগাদ দুই পরিবারের মধ্যে ফের ঝামেলা লাগে। আর এই ঝামেলার মধ্যেই ধারালো অস্ত্রের ব্যবহার হয়। অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে রাম নবল এবং তাঁর ছেলে অরবিন্দ গুপ্তা, অন্যদিকে হামিদ শেখ গুরুতর আহত হন। সেই সঙ্গে দুই পরিবারের আরও চারজন আহত হয়।

আহতরা ভর্তি হাসপাতালে

খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাম নবল, অরবিন্দ ও হামিদকে মৃত বলে ঘোষণা করা হয়। আহতরা সকলেই দুই পরিবারের সদস্য। ফলে তাঁরা যেহেতু হাসপাতালে ভর্তি তাই কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।