ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ। এবার মুম্বইয়ের (Mumbai) পশ্চিম বাইকুল্লার মদনপুরা এলাকায় এক নির্মীয়মাণ বহুতলের বড় অংশ ভেঙে পড়ে। দুর্ঘটনায় সময় বেশ কয়েকজন শ্রমিক গ্রাউন্ড ও প্রথম তলায় কাজ করছিলেন। তাঁরা ঘটনার জেরে চাপা পড়ে ধ্বংসস্তুপে। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই খবর। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আহতদের উদ্ধার করে দমকলকর্মীরা
জানা যাচ্ছে, এদিন দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকল ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। তাঁরাই আহতদের উদ্ধার করেন। এখনও পর্যন্ত আহতদের সংখ্যা ৭। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে ধ্বংসস্তুপে আরও কেউ চাপা পড়ে রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক
খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে স্থানীয় বিধায়ক মনোজ জামসুটকার। তিনি দমকল আধিকারিক ও পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে ঘটনার নিরপেক্ষশ তদন্তেরও দাবি করেছেন।