আর কয়েকদিন বাদেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই বিজেপি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। গতবারের ১৭ জন বিধায়ক ও ৮ জন মন্ত্রীকে আবারও টিকিট দিয়েছে গেরুয়া শিবির। তবে ৮ জন মহিলা সহ বেশকিছু মন্ত্রী ও বিধায়ককে এবারে আর প্রার্থী তালিকায় জায়গা দেয়নি। কিন্তু এখনও পর্যন্ত প্রথম পর্বের তালিকাই প্রকাশ্যে এসেছে, যেখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini) সহ ৬৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯০টি আসনের মধ্যে বাকি ২৩টি আসন আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে আনবে বলে জানিয়েছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় ঠাঁই পাননি প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগাত। ২০১৯-এ দাদরি আসন থেকে তাঁকে প্রার্থী করা হলেও তিনি হেরে যান। ফলে সেই কারণেই এবার তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চান না বলে মনে করছেন অনেকে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুস্তিগীরদের প্রতিবাদের কারণে এবারের তালিকা থেকে তাঁর নাম কেটেছে।
যদিও ববিতার ঘনিষ্ঠমহলের দাবি এখনও দ্বিতীয় তালিকা আসা বাকি রয়েছে, ফলে তাঁকে অন্য আসন থেকেও প্রার্থী করতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে তাঁর দাদরি আসন থেকে এবারে টিকিট দেওয়া হয়েছে বিজেপিতে সদ্য যোগ হওয়া সুনীল সাঙ্গওয়ান। এই সুনীল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সতপাল সাঙ্গওয়ানের ছেলে। রাজনৈতিক মঞ্চে তিনি আনকোরা হলেও পেশায় পুলিশকর্মী সুনীল হরিয়ানায় বেশ বিতর্কিত নাম। কারণ গুরুগ্রাম কারাগারের জেলার থাকাকালীন তাঁর জমানায় বিতর্কিত ধর্মগুরু রাম রহিম একাধিকবার জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে বাইরে এসেছিল।।
#BJP #HaryanaElections pic.twitter.com/N2u4KFhiks
— NDTV (@ndtv) September 4, 2024
এদিকে মুখ্যমন্ত্রী সাইনি এর আগে কুরুক্ষেত্র আসন থেকেই সাংসদ হয়েছিলেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সাংসদ হওয়ার পর কর্ণাল আসন থেকে উপ নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রী হন সাইনি। এবারেও তাঁকে ওই কেন্দ্র থেকেই প্রার্থী করেছে বিজেপি। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানার ৯০টি আসনে বিধানসভা নির্বাচন রয়েছে। ফলাফল প্রকাশ হবে ৮ অক্টোবর।