60 Year Old Cancer Patient Dumped In Garbage By Grandson (Photo Credits: X)

মুম্বই, ২৩ জুনঃ চরম অমানবিক। ষাটোর্ধ্ব বৃদ্ধাকে আবর্জনার (Garbage) মধ্যে ফেলে আসার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। মুম্বইয়ের (Mumbai) আরে কলোনির রাস্তার ধারে একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছেন ওই বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারাই মহিলাকে প্রথমে সেখানে দেখতে পান। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দুর্বল অবস্থায় পড়ে থাকা বৃদ্ধাকে উদ্ধার করেন। উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই তাঁর। ত্বকের ক্যানসারে ( ভুগছেন তিনি। শরীর অত্যন্ত দুর্বল। নড়াচড়া করার ক্ষমতা নেই। তাঁর গলা দিয়ে স্বরও বেরচ্ছে না ঠিকমত।

জানা যাচ্ছে, গত শনিবার সকালে বছর ৬০-এর মহিলা যশোদা গায়কোয়াড়কে আরে কলোনিতে রাস্তার ধারের একটি আবর্জনা স্তুপে ফেলে আসেন তাঁরই নাতি (Grandson)। পুলিশকে এমনটাই জানিয়েছেন বৃদ্ধ। উদ্ধারের সময়ে বৃদ্ধার পরনে ছিল গোলাপি রঙের একটি নাইটি এবং ধূসর রঙের সায়া। উদ্ধারের পর পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অসুস্থ বৃদ্ধাকে নিয়ে শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয় পুলিশকে। কারণ কোন হাসপাতালই ওই বৃদ্ধা ভর্তি নিতে চায়নি। অবশেষ কুপার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

বৃদ্ধাকে জিজ্ঞাসাবাস করে তাঁর থেকে দুটি ঠিকানা জানতে পেরেছে পুলিশ। একটি মালাডে এবং অপরটি কান্দিভালিতে। এই দুটি ঠিকানাই তাঁর পরিবারের সঙ্গে যুক্ত বলে অনুমান করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বৃদ্ধার ছবি প্রচার করা হচ্ছে। নাতির খোঁজ চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।