শনিবার দুপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল মুম্বইয়ে (Mumbai)। দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারল একটি স্কুটিতে। সেই সঙ্গে চাকায় পিষল বেশ কয়েকজন পথচারীও। দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এদিন ঘটনাটি ঘটেছে গোবান্দি শিবাজি নগর এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে পুলিশ ঘাতক ডাম্পারের চালককে গ্রেফতার করে।

ডাম্পারের ধাক্কায় মৃত্যু ৪ জনের

জানা যাচ্ছে, ঘটনার সময় সিগন্যালে দাঁড়িয়ে ছিল সমস্ত গাড়ি। সেই সময়ই আচমকা পেছন থেকে একটি ডাম্পার এসে স্কুটিতে ধাক্কা মারে। এমনকী গাড়ির ধাক্কা লাগে পথচারীদেরও। দুর্ঘটনার খবর তড়িঘড়ি স্থানীয় থানা ও কর্তব্যরক ট্রাফিক পুলিশকে দেওয়া হয়। ততক্ষণে উন্মত্ত জনতা ডাম্পার থেকে টেনে হিঁচড়ে নিচে নামায় চালককে। ভাঙচুর করা হয় গাড়িতেও। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণেো আনে। দীর্ঘক্ষণ ও এলাকায় পথ অবরোধ করে বাসিন্দারা। পরে পুলিশ এসে তাঁদের তুলে দেয়।

গ্রেফতার চালক

এদিকে জনতাদের হাত থেকে চালককে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। যদিও কী কারণে ধাক্কা মারল তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে মৃতদেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।