প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বর্ষাকালে পথচলতি মানুষ যাতে আশ্রয় নিতে পারে, সেই জন্য বানানো হচ্ছিল পাকা ছাউনি। কিন্তু বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হলেন ৮ ব্যক্তি। শেডের ওপর আচমকাই পড়ে বিদ্যুতের তার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া (Deoria) জেলার লাড় থানা এলাকার জানুয়া গ্রামে। আর সেই কারণে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয় তিন ব্যক্তির। আহত কমপক্ষে ৫ জন। তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও আহতদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত ৩

জানা যাচ্ছে, এদিন এলাকায় বিকেল থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ছিল। তারমধ্যেই কর্মীরা কাজ চালাচ্ছিলেন। এরমধ্যেই আচমকা শে়ডের মাথায় ইলেকট্রিক খুঁটি থেকে একটি তার পড়ে। মুহূর্তের মধ্যে বিদ্যুতপৃষ্ট হয়ে পড়ে সমস্ত কর্মীরা। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েই তড়িঘড়ি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুত বিভাগের কর্মীরা যায়। লাইন অফ করে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত ৩ জনই স্থানীয় বাসিন্দা

পুলিশসূত্রে খবর, মৃতদের নাম পবন কুশওয়াহা (১৮ বছর), মনু (২৭ বছর) এবং শিবম (২২ বছর)। আহতদের মধ্যে রয়েছেন বালিয়া ভাগলপুরের বাসিন্দা বেদ প্রকাশ পান্ডে (২২ বছর), অজয় ​​রজত (২২ বছর), জয় শঙ্কর শর্মা (২৫ বছর), ত্রিভুবন পান্ডে (৪৫ বছর) এবং কৃষ্ণ বিহারী পান্ডে (৫০ বছর)।