Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

মুম্বই, ৩০ সেপ্টেম্বর: করোনা (Corona Vaccine) টিকার ডোজ সম্পন্ন হওয়ার পরও আক্রান্ত পরপর ২৯ জন৷ আক্রান্তরা প্রত্যেকেই ডাক্তারি পড়ুয়া৷ এমনই ঘটনা এবার প্রকাশ্যে এল মুম্বইয়ের (Mumbai) কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল থেকে৷ যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷

রিপোর্ট প্রকাশ,  কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালের ২৯ জন ডাক্তারির পড়ুয়া করোনায় আক্রান্ত হন৷ যার মধ্যে ২৭ জনের টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে বলে খবর৷ আক্রান্তদের মধ্যে ২৩ জন ডাক্তারির দ্বিতীয় বর্ষের পড়ুয়া৷ ৬ জন প্রথম বর্ষের৷

আরও পড়ুন: Rashmika Mandanna: বিকি কৌশলের অন্তর্বাসে চোখ, কটাক্ষের মুখে রশমিকা মন্দানা

২৯ জন ডাক্তারি পড়ুয়া, যাঁরা করোনায় আক্রান্ত হন, তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন৷ বাকিদের কোয়ারেন্টিনে (Quarantine) থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিং এডওয়ার্ড  মেমোরিয়াল হাসপাতালের (Hospital) ওই ২৯ জন ডাক্তারি পড়ুয়া একযোগে কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে খোঁজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷