Go First Flight (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৩মে: পরপর দুটি গো ফার্স্টের (Go First) বিমানকে সুরাটে (Surat) উড়িয়ে নিয়ে যাওয়া হল। একটি মুম্বই থেকে শ্রীনগরের বিমান, অন্যটি দিল্লির (Delhi) । পরপর দুটি বিমানকেই সুরাটে নিয়ে যাওয়া হয়। গো ফার্স্টের দুটি বিমানকে যখন সুরাটে নিয়ে যাওয়া হয়, সেগুলি বিমানবন্দরে নামার পর সেখানকার যাত্রীরা জানতে পারেন, কোথায় এসেছেন। যদিও কেন গো ফার্সেটর বিমান দুটিকে সুরাটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তার কোনও কারণ এখনও সুস্পষ্ট হয়নি। তবে সুরাটে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ফের বিমান দুটিকে নির্দিষ্ট জায়গার উদ্দেশে অর্থাৎ মুম্বই এবং দিল্লির উদ্দেশে ফের রওনা করানো হয়।

কী কারণে গো ফার্স্টের বিমান দুটিকে মুম্বই এবং দিল্লির পরিবর্তে সুরাটে নিয়ে যাওয়া হল, সে বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। DGCA-র কাছেও এ বিষয়ে কোনও তথ্য স্পষ্ট করে নির্দিষ্ট বিমান সংস্থার তরফে জানানো হয়নি বলে খবর।