প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Mumbai Tragic Suicide Leap: মুম্বইয়ের গোরেগাঁও পূর্বের  (Goregaon East) এক অভিজাত বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ১৭ বছরের এক তরুণী। মুম্বইয়ের এক নামী প্রোমোটারের মেয়ে সেই তরুণীর আর দিন ১৫ বাদেই লন্ডনে পড়তে যাওয়ার কথা ছিল। একাদশ শ্রেণীতে পড়া সেই তরুণী বছর দুয়েক ধরেই অবসাদে ভুগছিল। আম্বানি হাসপাতালে তার চিকিৎসাও চলছিল। গোরেগাঁও পূর্বের আরে কলোনির ওবেরয় স্কোয়ার কমপ্লেক্সে (Oberoi Square Complex) দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রচন্ড জোরে একটা শব্দ হতেই দেখা যায়, এক তরুণী ওপর থেকে নিচে এসে পড়েছে। পুরো জায়গাটা রক্তে ভেসে গিয়েছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

দুপুর সাড়ে ৩টে নাগাদ ২৩ তলায় তার বেডরুম থেকে মরণঝাঁপ দেয় একাদশ শ্রেণীতে পড়ে সেই তরুণীটি

পরে জানা যায়, সে তার ২৩ তলার ওপরে ঘরের বেডরুমের বারন্দা থেকে মরণঝাঁপ দেয়। সেই সময় তার বাবা কাজে গিয়েছিল এবং তার মা ও ঠাকুমা অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিল। মুম্বইয়ের এই অভিজাত বহুতলটি ৫৪ তলার। ওবেরয় স্কোয়ারে গত ৮ মাসে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার এটি চতুর্থ ঘটনা।

দেখুন খবরটি

মুম্বইয়ের বহুতলগুলি থেকে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে

মুম্বইয়ের ওবেরয় স্কোয়ার কমপ্লেক্সে গত ৮-১০ মাসে এটি চতুর্থ আত্মহত্যার ঘটনা। আত্মহত্য়া করে মৃতদের এই চারজনেরই বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে। গত মাসে মুম্বই দুজন তরুণ ছাত্র আত্মহত্যা করে। তার মধ্যে একজন ওবেরয় ই-স্কোয়ারের ৪৫ তলা থেকে মরণঝাঁপ দিয়েছিল। আর এক ১৯ বছরের ছাত্র ৪২ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্য়া করে।