জন্মাষ্টমীর দিন দেশের বিভিন্ন প্রান্তেই দহি হাণ্ডি উৎসব পালন হয়। যেখানে মানব পিরামিড গঠন করে ওপরে ঝুলতে থাকা একটি হাঁড়ি ভাঙতে হয়। এই প্রতিযোগিতায় মূলত যুবক, নাবালকরাই অংশগ্রহণ করে। মুম্ব্ইয়ে (Mumbai) এই অনুষ্ঠান জন্মাষ্টমীর বেশ জনপ্রিয়। তবে এবারের জন্মাষ্টমীতে মানখুর্দেতে এই অনুষ্ঠান এক লহমায় ঘটে গেল বিষাদে। গঠনের সময় অসাবধানতার কারণে ভেঙে পড়ে মানব পিরামিড। আর এই দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের। যার মধ্যে এক যুবকের মৃত্যু ঘটনাস্থলেই হয়। এবং এক কিশোরের শনিবার রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

মৃত্যু হয়েছে নাবালকের

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম জগমোহন শিবকিরণ চৌধুরী (৩২)। আর যে কিশোরের পরবর্তীকালে মৃত্যু হয় তাঁর বয়স মাত্র ১৪। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের গোবিন্দা বলা হয়। আকষ্মিক এই দুর্ঘটনায় দুই গোবিন্দার মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। ঘটনাস্থলে এসেছে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা, টানা বৃষ্টির কারণে এলাকায় জলকাঁদা ছিল। যে কারণে পা পিছলে ঘটনাটি ঘটে।

তদন্ত চালাচ্ছে পুলিশ

প্রসঙ্গত, এই দহি হাণ্ডি প্রতিযোগিতার জন্য আগে থেকেই অনুশীলন করেন গোবিন্দারা। ফলে এদিনের অংশগ্রহণকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। তারপরেও অসর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে তদন্তকারীরা। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে আহতদের চলছে চিকিৎসা।