Image Used for Representational Purpose Only | Mumbai Police | (Photo credits: PTI)

মুম্বই পুলিশে করোনার বড় থাবা চলছেই। গত ২৪ ঘণ্টায় মুম্বই পুলিশের ১২০ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখন মু্ম্বই পুলিশের ৬৪৩১ জন কর্মী কোভিডে আক্রান্ত। চলতি জানুয়ারি মাসেই মুম্বই পুলিশের হাজারের কাছাকাছি করোনায় আক্রান্ত হয়েছেন। যেভাবে মুম্বই পুলিশ মহলে করোনা ছড়িয়ে পড়ছে তাতে প্রশাসনের স্বাভাবিক কাজকর্ম চালানো বেশ কঠিন পড়ছে।

মুম্বইয়ের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজারের কাছাকাছি। কড়া করোনা বিধি আরোপ করে, টিকাকরণের গতি বাড়িয়েও কোভিড সংক্রমণ কমানো যাচ্ছে না। মুম্বইতে সম্পূর্ণ লকডাউন নিয়ে জল্পনা চলছে। যদিও প্রশাসন এ ব্যাপারে কিছু বলছে না।

এদিকে, করোনার থাবা দীর্ঘ হচ্ছে। সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India)হলেন  ১ লাখ ৬৮ হাজার ৬৩ জন। একই দিনে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ৬৯ হাজার ৯৫৯ জন। দেশে একদিনে করোনার বলি ২৭৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ রোগী ৮ লাখ ২১ হাজার ৪৪৬ জন। ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৬১।