মুম্বই, ২০ ডিসেম্বর: মুম্বইয়ের (Mumbai) কল্যাণে (Kalyan) আক্রমণ চালানো হল একটি মারাঠি পরিবারের উপর। 'আমিষ খাবার খাও, তোমরা মারাঠি মানুষরা নোংরা, ভিখারি।' ঠিক এই ভাষাতেই কল্যাণের একটি পরিবারের উপর হামলা চালানো হয়। কল্যাণে বসবাসকারী উত্তর ভারতীয় (পরিচয় মেলে) অখিলেশ শুক্লর ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সম্প্রতি এমনই অভিযোগ করেন ৫৬ বছরের লতা কালভিকাত। অখিলেশ শুক্ল এবং তাঁর স্ত্রী গীতার সঙ্গে কথা বলতে গেলে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এরপর অখিলেশ শুক্ল প্রতিবেশীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। গন্ডগোলের শব্দে সেখানে হাজির হন ধীরজ দেশমুখ নামে তাঁদের আরও এক প্রতিবেশী। এরপর অখিলেশ হুমকি দিতে শুরু করে ধীরজ দেশমুখ এবং লতাদের। 'মারাঠি মানুষরা ভিখারি' বলেও তীব্র অপমান করা হয় তাঁদের।
শুধু তাই নয়, অখিলেশ এরপর ৮-১০ জন ডেকে আনে বাইরে থেকে। যারা ধীরজের ভাই অভিজিৎ দেশমুখের উপর হামলা চালায়। ধীরজের স্ত্রী মোনালিকেও মারধর করা হয়। তাঁকে অপমান করা হয় এবং যৌন হেনস্থাও করা হয় বলে অভিযোগ। চিৎকার, চেঁচেমেচি শুনে আশপাশের লোকজন হাজির হন। তবে অখিলেশের স্ত্রী গীতা বার বার বলতে শুরু করে, দেশমুখ পরিবারের কেউ যাতে রেহাই না পান। বাচ্চা থেকে বয়স্ক, প্রত্যেকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
দেখুন কীভাবে মারাঠি পরিবারের উপর হামলা হল...
"Marathi people are beggars, they eat chicken and make it dirty" -Akhilesh Shukla
A North Indian neighbor Akhilesh Shukla and his goons have beaten Abhijit Deshmukh,
This incident took place in Ajmera Society in Yogidham area of Kalyan#Marathi #NorthIndian#Mumbai pic.twitter.com/aTJwCROJTX
— Milind Sagare (@MilindSagare1) December 19, 2024
আশপাশের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে দেশমুখ পরিবারকে উদ্ধার করে। থানায় অভিযোগও জানানো হয়। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশি তদন্তে কেন এত দেরি হচ্ছে, সে বিষয়ে স্থানীয়রা অভিযোগ জানান। সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানানো শুরু হয়।