Yuzvendra Chahal and RJ Mahvash (Photo Credits: Instagram)

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। গত কয়েক মাস ধরেই রেডিও জকি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর জে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে চাহালের সম্পর্ক ঘিরে জল্পনা চলছে। গত বছর ক্রিসমাসে মাহভাশের সঙ্গে চাহালের প্রথম ছবি সামনে আসে। সেই থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। যত সময় এগিয়েছে দুজনের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। আইপিএলের মাঠে পঞ্জাব কিংসের সমর্থনে গ্যালারিতে গলা ফাটিয়েছেন মাহভাশ। এবার দুটিতে মিলে একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে গেলেন! লন্ডন (London) থেকে ছবি শেয়ার করেছন চাহাল এবং মাহভাশ দুজনেই। একই জায়গায় দাঁড়িয়ে তাঁরা ছবি তুলেছেন। তবে একে অপরের ছবিতে নেই তাঁরা। অনুরাগীদের সঙ্গে সেই ছবি ভাগ করে নিতেই কেল্লাফতে। দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটবাসী।

লন্ডনে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন চাহাল এবং মাহভাশ!

তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশ যে একসঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন সে কথা বুঝতে বাকি নেই কারুর। তবে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা দুজনেই।

লন্ডনের এলিজাবেথ টাওয়ারের সামনে চাহাল

 

View this post on Instagram

 

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)

রেডিও, অভিনয়, প্রযোজনা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আগে থেকেই বেশ জনপ্রিয় ছিলেন আরজে মাহভাশ। তবে চাহালের সঙ্গে নাম জড়ানোর পর থেকে তাঁর জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুন।

এলিজাবেথ টাওয়ারের সামনে মাহভাশ

 

View this post on Instagram

 

A post shared by Mahvash (@rj.mahvash)

দিন কয়েক আগেই কপিল শর্মা শো-তে আসেন চাহাল। কপিল তাঁকে তাঁর প্রেমিকা সম্পর্কে জিজ্ঞাসা করেন। জবাবে চাহাল বলেন, এখন গোটা ভারতই জেনে গিয়েছে। আর এই উত্তরের মধ্যে দিয়েই যেন মাহভাশের সঙ্গে নিজের প্রেমের এক অলিখিত স্বীকৃতি দিয়েছেন চাহাল।