হানি সিং, ফাইল ছবি

মুম্বই, ৩ অগাস্ট: গার্হস্থ্য হিংসার (Domestic Violence) অভিযোগ দায়ের করা হল হানি সিংয়ের বিরুদ্ধে। জনপ্রিয় বলিউড গায়কের স্ত্রী শালিনী তলওয়ার (Shalini Talwar) তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন দিল্লির তিস হাজারি আদালতে। যার প্রেক্ষিতে হানি সিংকে (Yo Yo Honey Singh) ২৮ অগাস্টের মধ্যে নিজের জাবাবদিহি জানাতে বলা হয়েছে।

হানি সিংয়ের স্ত্রী তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়েরের পরপরই আদালতের তরফে নোটিস পাঠানো হয় গায়ককে। ওই নোটিসের জবাব আগামী ২৮ অগাস্টের মধ্যে বলিউডের জনপ্রিয় গায়ককে দিতে হবে বলে খবর। যদিও হানি সিংয়ের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গায়কের স্ত্রীও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে হানি সিং পালটা কী বলেন, সেদিকেই তাকিয়ে গোটা বলিউড।