মুম্বই, ৩ জুন: বিশ্ব বাইসাইকেল দিবসে (World Bicycle Day) প্রকাশ্যে এল সলমন খানের (Salman Khan) একটি পুরনো ভিডিয়ো। ২০১৭ সালে বিশ্ব বাইসাইকেল দিবসে শাহরুখ খানের বাড়ির পাশ দিয়ে যেতে দেখা যায় সলমন খানকে। শাহরুখ খানের বাড়ি মন্নতের পাশ দিয়ে যেতে গিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) বলে চিৎকার করতে দেখা যায় সলমন খানকে। ২০১৭ সালে সলমনের সেই পুরনো ভিডিয়ো ফের অন্তর্জালে ভাইরাল।
দেখুন..
View this post on Instagram
মুম্বইয়ের ব্যান্দ্রার রাস্তা দিয়ে সলমন খান যাওয়ার সময় তাঁকে ভাইজান বলে চিৎকার করে ডাকতে দেখা যায় অনেককে। রাস্তার পাশে অনুরাগীদের দেখে হাসি মুখে তাঁদের পালটা অভিবাদন জানান বলিউড (Bollywood) ভাইজান।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: সুইমিং পুলের পাশে স্বল্পবাসে করিনা, ভাইরাল ছবি
সম্প্রতি মুক্তি পায় সলমন খানের 'রাধে'। যে সিনেমায় দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। রাধে-তে সলমন খান এবং দিশা পাটানির সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজকেও দেখা যায় অতিথি শিল্পী হিসেবে হাজির হতে।