Yasmina Ali (Photo Credit: X)

Yasmina Ali: ইয়াসমিনা আলি (Yasmina Ali)। আফগানিস্তানের (Afghanistan) একমাত্র পর্নস্টার (Porn Star)। যাঁর পরিচয় নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। তিনি কোথায়, বর্তমানে কী করছেন, তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। এসবের মাঝে সামনে এল ইয়াসমিনা আলির আরও একটি খবর। জানা যাচ্ছে, ইয়ামিনা আলি বর্তমানে আফগানিস্তানে নেই। তিনি রয়েছেন ব্রিটেনে। আপাতত ব্রিটেনেই তাঁর সময় কাটছে। সেখানে থেকেই তিনি কাজ করছেন বলে খবর।

আপগানিস্তানে যখন তালিবান শাসন শুরু হয়, সেই সময় কিছুদিন তিনি সে দেশে ছিলেন। এরপর প্রাণ সংশয় দেখা দেওয়ায় ইয়াসমিনা আলি আফগানিস্তান ছেড়ে ব্রিটেনে পাড়ি দেন। আপাতত সেখানেই রয়েছেন আফগান পর্নস্টার।

জানা যায়, ইয়াসমিনা আলি ব্রিটেনে থেকে যেমন কাজ করছেন, তেমনি বর্তমানে ধর্মমুক্ত একজন মানুষ। ঈশ্বর নয়, তিনি নিরাকারে বিশ্বাসী। ফলে ইয়াসমিনা আলিকে নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হলেও, তালিবান সরকার তাঁর নাগাল পায়নি। ফলে ইয়াসমিনা আলি বর্তমানে ব্রিটেনে বহাল তবিয়তেই রয়েছেন বলে খবর।

আরও পড়ুন: Archita Phukan: পর্ন নায়িকা হওয়ায় অশ্লীল কটূক্তির মুখে অর্চিতা ফুকান, তার মাঝেই এই বড় কাজ করে ফেললেন বেবি ডল আর্চি

শোনা যায়, ইয়াসমিনা আলিকে খুনের হুমকি দিয়েছিলেন তাঁর বাবা। আফগানিস্তানে থাকাকালীনই ইয়াসমিনাকে খুনের হুমকি দেন তাঁর বাবা। যা নিয়ে অবশ্য মাথা ঘামাননি ইয়াসমিনা। তিনি আফগানিস্তান থেকে বেরিয়ে ব্রিটেনে গিয়ে রয়েছেন বর্তমানে। তবে বাবা যতই হুমকি দিন না কেন, নীল ছবির জগৎ তাঁকে শক্তিশালী করেছে। নিজের পায়ে দাঁড় করিয়েছে বলেও একবার মন্তব্য করেন আফগানিস্তানের একমাত্র পর্নস্টার।