ডাঙ্কি (Dunki) ছবিটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ছবিতে ভিকি কৌশলের (Vicky Kaushal) চরিত্রটি দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তবে সুখী চরিত্রটি ভিকিকে দিতে চাননি পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। সম্প্রতি অভিনেতা জানান, এই ছবিতে অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছিলেন তাঁর বাবা শ্যাম কৌশল। প্রি-প্রোডাকশনের সময় দুজন যখন সিন নিয়ে আলোচনা করছিলেন তখন শ্যম রাজুকে প্রশ্ন করেন যে আগুনে পোড়ার দৃশ্যটিতে অভিনয় কে করবেন?
তখন পরিচালক জানায় ভিকির মতো অভিনেতা হলে ভালো হতো। এই কথা ভিকিকে তাঁর বাবা জানাতেই পরেরদিন সে রাজু হিরানিকে ফোন করে। রাজুকে বলেন, আমার মতো অভিনেতা যখন দরকার তখন আমাকেই চরিত্রটি দেওয়া হোক। তখন রাজু বলেন, চরিত্রটি অত্যন্ত ছোট, আর ভিকির মতো অভিনেতা কি এখন ছোট চরিত্রে অভিনয় করবে? কিন্তু ভিকির সুখী চরিত্রটি এতটাই পছন্দ হয় যে, সে ছোট চরিত্র হলেও অভিনয় করতে রাজি হয়ে যান।
#VickyKaushal reveals what made him accept a cameo in #ShahRukhKhan starrer #Dunki@vickykaushal09 @iamsrk #BollywoodBubble https://t.co/Xfg1TlKDQu
— Bollywood Bubble (@bollybubble) March 19, 2024
ভিকি এর আগে রাজু হিরানির ব্লকবাস্টার ছবি সঞ্জু ছবিতে পার্শ্বচরিত্র কামলির ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন। তারপর ফের ডাঙ্কিতে অভিনয় করতে দেখা যায়। ছবিতে মুখ্যচরিত্রে নয় বরং ক্যামিও রোলে অভিনয় করে ফের দর্শকদের প্রশংসা পান ভিকি কৌশল।