মুম্বই,২০ জুলাইঃ ক্যানসার বাসা বেঁধেছিল অভিনেতা ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশলের শরীরে। শ্যাম বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর ছিলেন। সাংঘাতিক সমস্ত স্টান্ট করতে যে মানুষটা ভয় পেতেন না, ক্যানসার তাঁকে ভেঙে দিয়েছিল। চিকিৎসক যখন তাঁকে জানিয়েছিলেন, তাঁর বাঁচার সম্ভাবনা খুবই কম তা শুনে মনের দিন থেকে ভেঙে পড়েন শ্যাম। এমনকি আত্মহত্যার (Suicide) কথাও ভেবেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো সেই কথা তুলে ধরেছেন ভিকির বাবা।
অমন আউজলার সঙ্গে একটি পডকাস্টে কথোপকথনের সময় শ্যাম কৌশল (Sham Kaushal) জানান, ক্যানসার (Cancer) আক্রান্ত হওয়ার খবর জানা মাত্রই প্রতিক্রিয়া হিসাবে তাঁর মাথায় এসেছিল, হাসপাতালের তৃতীয় তলা থেকে লাফ দেবেন তিনি। পুরনো সেই কথা মনে করে শ্যাম জানান, ২০০৩ সালে তাঁর একটি অস্ত্রোপচার হয়। এরপরেই তিনি জানতে পারেন, ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে। এমনকি চিকিৎসকেরাও তাঁকে জানিয়ে দিয়েছিলেন, তাঁর হাতে আর বেশি সময়ে নেই।
মরতে চেয়েছিলেন ভিকি কৌশলের বাবা
শ্যামের কথায়, 'হাসপাতাল থেকে সন্ধ্যাবেলায় আমায় এই খবরটি জানানো হয়েছিল। রাতে সেই হাসপাতালের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার অদ্ভুত এক চিন্তা আমার মাথায় ঘুরছিল। আমি ভেঙে পড়েছিলাম বলে এমনটা ভেবেছিলাম তা কিন্তু নয়। বরং মনে হয়েছিল যখন আমাকে মরতেই হবে, তাহলে এখন কেন নয়? কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথার জন্যে আমি বিছানা ছেড়ে আর নড়তে পারছিলাম না'।
তিনি আরও বলেন, রাতভর তিনি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান, নিজের জীবনের জন্য এবং তা ভালোভাবে যাপন করার জন্য। পরের দিন সকালে মৃত্যুর ভয় কাটিয়ে ওঠেন তিনি। বাঁচার নতুন আশার আলো জাগে তাঁর মনে। তার পরের এক বছর বেশ কয়েকটি পরীক্ষা এবং অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। ভাগ্যক্রমে, বর্তমানে তিনি ক্যানসার মুক্ত। ২২ বছর হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদ আজ তিনি সম্পূর্ণ সুস্থ।