নয়াদিল্লি: প্রবীণ সংগীত শিল্পী সুরেশ ওয়াডকর (Veteran playback singer Suresh Wadkar)-কে গণসামরাগিনী লতা মঙ্গেশকর পুরস্কার (Gansamragini Lata Mangeshkar Award) প্রদান করা হল। বৃহস্পতিবার মুম্বই (Mumbai)-এর এক অনুষ্ঠানে ওয়াদকারকে এই পুরস্কারে ভূষিত করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ তাঁকে বিশেষ স্মারক উপহার প্রদান করেন। আরও পড়ুন: Poonam Pandey Video: মৃত্যুর মিথ্যে খবর ছড়ানোর পর এই প্রথম জনসমক্ষে পুনম পান্ডে, মশকরা নেটিজেনদের
দেখুন ভিডিও
#WATCH | Veteran playback singer and National Award winner Suresh Wadkar was presented with the Gansamragini Lata Mangeshkar Award, in Mumbai yesterday. pic.twitter.com/somjbMMX7M
— ANI (@ANI) February 23, 2024
ওয়াদকার হিন্দি এবং মারাঠিতে প্লেব্যাক গানের জন্য জনপ্রিয়। তিনি ৪৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর সুরের জাদুতে স্রোতাদের মুগ্ধ করে চলেছেন। তাঁর জনপ্রিয় কিছু গান হল, 'সপনে মে মিলতি হ্যায়', 'পেহলি বার মহব্বত কি হ্যায়' এবং 'লাগি আজ সাওয়ান কি' ।