Satish Shah. (Photo Credits:X)

Satish Shah Passed Away: আসরানির (Asrani) পর সতীশ শাহ। বলিউডে আরও এক তারকা কমেডিয়ান-অভিনেতা প্রয়াত হলেন। আজ, শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা পূর্বের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিডউের তারকা অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।  পরিবারের সদস্য এবং দীর্ঘদিনের সহকারীরমেশ কদাতলা সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি-জনিত সমস্যায় ভুগছিলেন এবং গত কয়েক সপ্তাহ তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল।রবিবার, মুম্বইয়ের এক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কিডনি বিকল হয়ে মৃত্যু

সংবাদমাধ্যমে প্রকাশ, কিডনি বিকল হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। বলিউডে চার দশকের দীর্ঘ কেরিয়ারে ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কাল হো না হো’, ‘ম্যায় হুঁ না’, ‘ফানা’, ‘ওম শান্তি ওম’ , ‘ডঙ্কি’ (২০২৩)-র মত সুপার হিট সিনেমায় অভিনয় করেন তিনি। সতীশ শাহের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

জানে ভি দো ইয়ারো সিনেমায় ডি'মেলোর চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান

১৯৫১ সালের ২৫ জুন মুম্বইয়ে জন্মগ্রহণ করেন সতীশ রাভিলাল শাহ। গুজরাতের কচ্ছ জেলার মাণ্ডভি-র কচ্ছি পরিবারে জন্ম তাঁর। অভিনয়ের প্রাথমিক শিক্ষা লাভ করেন এফটিআইআই (Film and Television Institute of India) থেকে, সেখান থেকেই শুরু তাঁর শিল্পজীবনের প্রস্তুতি। ১৯৮৩ সালের কালজয়ী ব্যঙ্গচিত্র ‘জানে ভি দো ইয়ারো’-তে পৌর কমিশনার ডি’মেলোর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

দেখুন খবরটি

একটি ধারাবাহিকে ৫৫টি ভিন্ন চরিত্রে অভিনয়

নাসিরুদ্দিন শাহ ও ওম পুরীর সঙ্গে তাঁর কৌতুক অভিনয় আজও ভারতীয় সিনেমার সেরা ক্লাসিকের তালিকায়। ১৯৮৪ সালে‘ইয়ে যা হ্যায় জিন্দেগি’ ধারাবাহিকে ৫৫টি ভিন্ন চরিত্রে অভিনয় করে রেকর্ড গড়েছিলেন সতীশ শাহ। এই ধারাবাহিক তাঁকে টিভির অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করে।

দেখুন খবরটি

গত সোমবার মারা যান আসরানি

গত সোমবার ৮৪ বছর বয়েসে মুম্বইয়ের বাড়িতে প্রয়াত হন বলিউডের চিরকালীন সেরা কমেডিয়ান আসরানি। এবার দুনিয়া ছেড়ে চলে গেলেন সতীশ শাহ। এক সপ্তাহের মধ্যে কিংবদন্তি দুই কমেডিয়ানের প্রয়াণে চোখে জল বলিউডের।