থেমে গেল সঙ্গীতশিল্পী বানী জয়রামের জীবন। শনিবার, ৪ ফেব্রুয়ারি আচমকাই মৃত্যু হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এদিন বাড়িতে একাই ছিলেন তিনি। সকালে বাড়ির পরিচারিকা এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। বহু ডাকাডাকির পরেও কোন সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘরের দরজা খুলে বানী জয়রামের মৃতদেহ উদ্ধার করে। বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। বানী জয়রামের মৃত্যুতে অস্বাভাবিকতার আঁচ পেয়েছে পুলিশ আর সেই কারনেই জারি রয়েছে তদন্ত।
প্রয়াত সঙ্গীতশিল্পী বানী জয়রামঃ
Terrible news coming in.. we have lost yet another gem.#VaniJayaram ji is no more amongst us. A voice that has enthralled us for many years has left us heartbroken. Her sweet and gentle nature was so evident in her voice. You will always be remembered amma.
Om Shanti 🙏🙏#RIP pic.twitter.com/mHU2XNuPWj
— KhushbuSundar (@khushsundar) February 4, 2023
উল্লেখ্য, গত মাসে প্রজাতন্ত্র দিবসের দিন পদ্মভূষণ সম্মানে সম্মানীত হয়েছিলেন তিনি। কিন্তু সেই পুরস্কার নিজের হাতে পাওয়ার আগেই জীবনাবসান হল তাঁর। ঘর থেকে উদ্ধার হওয়া শিল্পীর কপালে হালকা ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে। আর তা পুলিশের মনে আরও সন্দেহের বীজ সৃষ্টি করেছে। তাই কিংবদন্তি সঙ্গিতশিল্পীর মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা তদন্ত করবে চেন্নাই পুলিশ।