Urvashi Rautela at Wimbledon: প্রচারের সুযোগ থাকবে, আর তিনি হাজির হবেন না, তা আবার হয় নাকি। এখানেও হল না। একের পর এক আন্তর্জাতিক সেলেব্রিটিতে ভরে যাওয়া উইম্বলডন টেনিস টুর্নামেন্টে এবার দর্শকাসনে দেখা গেল বলিউডের আইটেম গার্ল উর্বশী রাউতেলা-কে। নিজেকে সব সময় প্রচারের আলোয় রাখতে ভালবাসা উর্বশী উইম্বলডনের দর্শকাসনে সেজেগুজে সুন্দর একটি ব্যাগ হাতে দেখা গেল। ব্রিটেনের রাজা-রাজকুমারা থেকে হলিউডের বড় তারকা, ফুটবলার থেকে ক্রিকেটাররা- সবাই হাজির উইম্বলডনে টানটান ম্যাচ দেখতে। গোটা বিশ্বের প্রচারমাধ্যমে একেবারে ক্য়ামেরা তাক করে আছে উইম্বলডনের গ্যালারিতে সেলেবদের সন্ধানে। কে নেই সেখানে- লিওনার্দো ক্য়াপ্রিও থেকে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অফ ওয়েলশ... প্রচারের এই সুযোগটা হাতছাড়া না করে সেখানে হাজির হলেন উর্বশী।
উইম্বলডনে ভিআইপি গ্যালারিতে দেখা যাচ্ছে তাবড় তাবড় সেলেবদের
এতদিন ক্রিকেট মাঠে উপস্থিত থেকেই নিজের উপস্থিতি জানান দিতেন, এবার সেটাই উর্বশী করছেন টেনিসের সবচেয়ে বড় ঐতিহ্যের টুর্নামেন্টের ফাইনালে হাজির হয়ে। ঋষভ পন্থ, নাসিম শাহ-দের বৃত্ত থেকে বেরিয়ে এসে ঊবর্শী ঢুকে পড়লেন আলকারাজ, সিনারদের বৃত্তে।
দেখুন উইম্বলডনের দর্শকাসনে উর্বশী
Urvashi Rautela celebrating the success of dabidi dabidi at #Wimbledon 🤪 pic.twitter.com/AXDqEywitn
— Paras Rishi (@parasrishi) July 13, 2025
সোশ্যাল মিডিয়া ট্রোল হচ্ছেন উর্বশী
ক মাস আগে যিনি দাবি করেছিলেন, ভক্তরা তার নামে উর্বশী মন্দির খুলেছেন। পরে সেই খবর মিথ্য়া প্রমাণ হল বলিউডের আইটেম গার্ল ঢোক গেলেন। সব কিছুতেই তিনি দাবি করেন, সেই কাজটা তিনি প্রথম করেছেন। কোনও দুর্ঘটনার খবরে তার প্রতিক্রিয়া চাওয়া হলেও তিনি কোনও কারণ ছাড়াই সেখনে নিজের কৃতিত্বের কথা বলতে শুরু করেন। সেই কারণে উবর্শী সোশ্যাল মিডিয়ায় বারবার খিল্লি, বিদ্রুপের মুখে পড়েনে। সম্প্রতি দক্ষিণ ভারতের এক সিনেমায় 'দাবিডি দাবিডি'নাচে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছিল ঋত্বিকের কাবিল সিনেমার আইটেম গার্লের।