Urvashi Rautela, Leonardo DiCaprio (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ মে: লিওনার্দো ক্যাপ্রিও-র (Leonardo DiCaprio) সঙ্গে পোজ় দিলেন ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিওনার্দোর সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। যেখানে তিনি দাবি করেন, টাইটানিক অভিনেতা নাকি তাঁকে বলেছেন 'কুইন অফ কান' অর্থাৎ 'কানের রানি' (Cannes 2025)। ঊর্বশীকে যেভাবে কানের রানি বলে সম্মোধন করেন লিও, তা দেখে আপ্লুত বলিউড অভিনেত্রী। লিওনার্দোকে ধন্যবাদও জানান তিনি। লিওনার্দো তাঁকে কানের রানি বলে মন ভরিয়ে দিয়েছেন। ফলে হলিউড অভিনেতাকে ধন্যবাদ জানান তিনি।

দেখুন কী বলেন ঊর্বশী রাউতেলা...

 

 

View this post on Instagram

 

ঊর্বশী কেন এই ধরনের মন্তব্য করেন, তা নিয়ে প্রতিবাদ জানান বহু মানুষ। আরও এবারও তাঁর কুইন অফ কান বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে পেজ থ্রির পাতায়।

আরও পড়ুন: Urvashi Rautela Copied Aishwarya Rai Bachchan? কানের মঞ্চে ঐশ্বর্যের পোশাক নকল করে নিজেকে সাজিয়েছেন উর্বশী? চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে মুখ খুললেন ডাকু মহারাজ অভিনেত্রী

প্রসঙ্গত এবার কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার পা রাখেন আলিয়া ভাট। প্রত্যেকবারের মত ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। কন্যা আরাধ্যাকে নিয়ে কানে হাজির হন ঐশ্বর্য। অভিনেত্রী অদিতি রাও হায়দরিও তুফান তোলেন কানে। বিশেষ করে তাঁর লালা শাড়ির সঙ্গে সিঁদূরের লুক, তামাম ভক্তদের মনে ঝড় তুলতে শুরু করে।

কান চলচ্চিত্র উৎসবের বিশেষ সেগমেন্ট উপলক্ষ্য শর্মিলা ঠাকুর এবং সিমি গ্রেওয়ালও হাজির হন। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিকে সম্মান জানানোর জন্য শর্মিলা ঠাকুর এবং সিমি গ্রেওয়ালকে কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়।