
মুম্বই, ১৬ মে: সবে সবে মুক্তি পেয়েছে 'রয়্যালস'। আর যেখানে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় ভূমি পেদনেকরকে (Bhumi Pednekar)। নেটফ্লিক্সে চলছে রয়্যালস। যা নিয়ে যেমন দর্শকদের সমালোচনা চলছে, তেমনি ভূমির ঠোঁট নিয়েও চলছে নানা কথা। ভূমির ঠোঁট অনেক বড়। এমন কথা বর্তমানে যেমন তাঁকে শুনতে হয়, তেমনি আগেও তিনি শুনেছেন। তেমনই একটি পুরনো ভিডিয়ো নতুন করে বাইরাল হলে, তা নিয়ে ফের মুখ খুলতে দেখা যায় ভূমি পেদনেকরকে।
ভূমি জানান, ঠোঁট বড় করতে বলিউডের (Bollywood Celebs) তারকারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। তাই তাঁর ঠোঁট যদি বড় হয়, তাহলে কার কী অসুবিধা থাকতে পারে বলেও পালটা প্রশ্ন করেন ভূমি। অভিনেত্রীর পুরনো ভিডিয়ো নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত 'দম লাগাকে হাইসা' দিয়ে বলিউডে পা রাখেন ভূমি পেদনেকর। যেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করতে দেখা যায়। দম লাগাকে হাইসায় ভূমির অতিরিক্ত ওজন থাকলেও, তাঁর মিষ্টি হাসি, অভিনয় দর্শকের মন কেড়ে নেয়। দম লাগাকে হাইসার পর থেকে শুরু হয় ভূমির পরিবর্তন।
এরপর প্যাডম্যান থেকে শুরু করে রয়্যালস, ভূমি পেদনেকর নিজেকে একেবারে অন্য রূপে গড়ে তোলেন। বলিউডের অন্য নায়িকাদের মত ওজন ঝরিয়ে, জিম করে, ভূমি বর্তমানে 'ফিট অ্যান্ড ফাইন'। বর্তমানে ভূমি ওজন যেমন ঝরঝর করে নেমেছে, তেমনি তাঁর ঠোঁট নিয়েও চলছে বহুল আলোচনা।