কলকাতাঃ প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়(Basanti Chatterjee)। মঙ্গলবার রাতে উত্তর কলকাতার (North Calcutta) বাড়িতেই মৃত্যু হয় অভিনেত্রীর(Actress)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বর্ষীয়ান অভিনেত্রীকে হারিয়ে শোকের ছায়া টলিপাড়ায়(Tollywood)। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে কিডনি ও হার্টের সমস্যাও দেখা দেয়। প্রায় ৬ মাস টানা হাসপাতালেও থাকতে হয় তাঁকে। গত ৬ মাস ধরে শয্যাশায়ী ছিলেন। বিছানা ছেড়ে আর ওঠার ক্ষমতা ছিল না তাঁর। পরিচারিকাদের রক্ষণাবেক্ষণেই থাকতেন। এদিন রাতে পরিচারিকার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেত্রীর দেহ রাখা রয়েছে দমদমের বাড়িতে। তাঁর মেয়ে এসে পৌঁছলে শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।
প্রয়াত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
উল্লেখ্য, ছোটপর্দার ভীষণ পরিচিত মুখ বাসন্তী চট্ট্যোপাধ্যায়। সমান তালে কাজ করেছেন বড় পর্দাতেও। সিনেপর্দায় স্বর্ণযুগের অভিনেতাদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল ‘গীতা এলএল বি’ ধারাবাহিকে। এই সিরয়ালে 'ব্রজবালা দেবী'র চরিত্রে দর্শকদের মন জেতেন অভিনেত্রী। অসুস্থতা নিয়েও শুটিং চালিয়ে যেতে হয়েছে তাঁকে। কারণ মাসে প্রায় ২০ হাজার টাকার ওষধ লাগত তাঁর। সেই সঙ্গে ইনজেকশন ও আনুসাঙ্গিক খরচও ছিল। সে সব একাই বহন করতেন অভিনেত্রী। তবে শেষের দিকে আর সঙ্গ দেয়নি শরীর। শুটিং ছাড়তে বাধ্য হন। শেষ জীবনে বিছানাই তাঁর সঙ্গী হয়। অবশেষে মঙ্গল রাতে থেমে গেল তাঁর জীবনযুদ্ধ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বহু অভিনেতা ও অভিনেত্রীরা।
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
I was shocked to hear the news of the passing of Basanti Chatterjee ji, a veteran actress of the Bengali film and serial world. Among her many films, I found her performance in the movie 'Thagini' to be awe-inspiring.(1/2)
— Rounak Chakraborty (রৌনক চক্রবর্ত্তী) (@RounakChakra) August 12, 2025