: বিগ বস ওটিটি-র (Bigg Boss OTT 3) মঞ্চে দুই স্ত্রী পায়েল এবং কৃতিকাকে সঙ্গে নিয়ে এসেছেন ইউটিউবার আরমান মালিক (Armaan Malik)। যা নিয়ে শুরু থেকেই দর্শকমহলে বিতর্ক ছড়িয়েছে। বিগ বসের ঘরে 'বহুগামিতার' এমন নিদর্শন তুলে ধরার নিন্দাও করেছেন বেশ কিছু টিভি তারকা। তবে নিন্দুকদের নিন্দায় ছাই ফেলে দুই স্ত্রীকে নিয়ে যেমন সুখে সংসার করেন আরমান তেমনই বিগ বসের ঘরেও রাজ করছিলেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই আরমানের প্রথম স্ত্রী তথা প্রতিযোগী পায়েল মালিক (Payal Malik) ঘর থেকে বাদ পড়েন। এদিকে আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে (Kritika Malik) মন দিয়েছেন প্রতিযোগী বিশাল পান্ডে (Vishal Pandey)। কৃতিকাকে যে তিনি পছন্দ করেন সে কথা নিজের মুখেই সহ প্রতিযোগী লাভকে জানিয়েছেন বিশাল।
'উইকেন্ড কা ভার'-এ আরমানের প্রথম স্ত্রী পায়েল এসে সকলের সামনে সে কথা ফাঁস করেন। তিনি জানান, বিশাল কৃতিকাকে নিয়ে যে মন্তব্য করেছেন তা তাঁর করা উচিৎ হয়নি। কৃতিকা একজন স্ত্রী এবং একজন মা সে কথাও মনে করিয়েছেন পায়েল। এত কিছু জানতে পেরে বিশালের উপর চড়াও হন আরমান। দুজনের মধ্যে বাগবিতণ্ডা তুঙ্গে ওঠে। তর্কাতর্কির মাঝে আরমান সহ প্রতিযোগীকে চড় মারেন বলে জানা যাচ্ছে। হাতাহাতি আরও ভয়ানক চেহারা নেওয়ার আগে বাকি প্রতিযোগীরা এসে আরমান এবং বিশালকে চেপে ধরে দুদিকে নিয়ে চলে যায়।
দেখুন, 'উইকেন্ড কা ভার'এর প্রোমো...
View this post on Instagram
গায়ে হাত তোলা বা শারীরিকভাবে হেনস্থা করা মানে বিগ বসের নিয়ম লঙ্ঘন করা। যার শাস্তি ঘর থেকে নির্দিষ্ট প্রতিযোগীকে বের করে দেওয়া। বিশালকে চড় মারার ঘটনা যদি আরমান সত্যিই ঘটিয়ে থাকেন সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে সেই দিকেই চোখ দর্শকদের।