Sudip Mukherjee and wife Preetha Chakraborty (Photo Credits: Facebook)

টলিপাড়ায় আবারও বিচ্ছেদের গুঞ্জন। আলাদা হচ্ছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee) ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী (Preetha Chakraborty)! ইতি পড়তে চলেছে দম্পতির ১০ বছরের বৈবাহিক সম্পর্কে? অভিনেতার স্ত্রী পৃথা মাজমাধ্যমে জানান, তিনি এবং সুদীপ আর একসঙ্গে নেই। আলাদা হচ্ছে তাঁদের পথ। রাতারাতি নেটপাড়ায় গুঞ্জন ছড়ায় দ্বিতীয়ি বিবাহও টেঁকাতে পারলেন না সুদীপ।

রাত পেরতেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেতা। ফেসবুক থেকে লাইভে এসে বললেন, 'এটা কেবলই একটা মজা ছিল। পৃথা এতকিছু ভাবেনি। আমরা একসঙ্গেই আছি'।

প্রচারের আলো কুড়াত নিজের সম্পর্কে নানা ধরনের নেতিবাচক খবর রটিয়ে থাকেন তারকারা। অতীতে এমন ঘটনার উদাহরণ ভুরুভুরি। তারকা-পত্নীর এমন 'প্র্যাঙ্ক' তাই ভালো চোখে দেখলেন না নেটবাসী। দম্পতির বিচ্ছেদের খবরে গতকাল যারা মন খারাপ করেছিলেন, তাঁরাই আজ সমালোচনায় মুখরিত হয়েছেন। বিতর্কের মাঝে পড়ে পোস্টটিই মুছে ফেলেন পৃথা।

বিচ্ছেদ নয়, প্র্যাঙ্কঃ

লাইভে এসে সুদীপ জানান, চারিদিকে ডিভোর্সের এত খবর দেখে স্ত্রী পৃথারও নাকি মনে হয়েছে, তাঁদের বিচ্ছেদের খবর রটলে কী প্রতিক্রিয়া হতে পারে। স্ত্রীর প্র্যাঙ্কের বিষয়ে আগাগোড়া কিছুই জানতেন না তিনি। সারারাত শুটিংয়ে ছিলেন। সকাল থেকে মিডিয়ায় একের পর ফোন আসায় বিষয়টা টের পান। স্ত্রীকে আড়াল করে অভিনেতা আরও বলেন, ব্যাপারটা অতটা ভেবে দেখেনি পৃথা। এটা নিয়ে সামাজিক মাধ্যমে রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে তা বুঝতে পারেনি।