নাট্যকর্মী ঊষা গাঙ্গুলি (Photo: Twitter)

কলকাতা, ২৩ এপ্রিল: প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যকর্মী (Theatre Thespian) ঊষা গাঙ্গুলি (Usha Gangul)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। আজ সকালে নিজের বাড়িতেই হৃদরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। ‘‌রঙ্গকর্মী’‌ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ঊষা গাঙ্গুলির প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন নাট্যজগত-সহ শিল্পমহলের সঙ্গে জড়িতরা।

১৯৪৫ সালে রাজস্থানে জন্ম ঊষা গাঙ্গুলির। আদতে তাঁরা উত্তরপ্রদেশে নেরভা গ্রামের বাসিন্দা। সেখানেই ভারতনাট্যমের তালিম নেন তিনি। পরে কলকাতায় এসে শ্রী শিক্ষায়তন কলেজে ভর্তি হন এবং হিন্দি সাহিত্যে স্নাতকোত্তর করেন। ১৯৭০ সালে ভবানীপুর কলেজের হিন্দি শিক্ষিকা হিসেবে যোগ দেন। পাশাপাশি সঙ্গীত কলা মন্দিরে যোগ দিয়ে শূদ্রক রচিত ‘‌মৃচ্ছকটিকম’‌ অবলম্বনে ‘‌মিট্টি কি গাড়ি’‌ নাটকে বসন্তসেনার অভিনয় দিয়ে তাঁর প্রথম অভিনয় জীবনে হাতেখড়ি। আরও পড়ুন: Mithun Chakraborty's Father Passes Away: প্রয়াত অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী

বিশিষ্ট প্রয়াত নাট্যকার তৃপ্তি মিত্র এবং প্রয়াত পরিচালক মৃণাল সেনের কাছে তালিম নেওয়ার পর ১৯৮০ সালে নিজেই নাটক পরিচালনা শুরু করেছিলেন ঊষা। তাঁর পরিচালনায় মহাভোজ, রুদালি, কোর্ট মার্শালের মতো একের পরে এক নাটক দর্শক সমাদর পেয়েছে। রঙ্গকর্মী নামে নাটকের দলও গড়েছিলেন তিনি। ১৯৯৮ সালে পরিচালনার জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। তৃপ্তি মিত্রর পরিচালনায় ইবসেনের নাটক ‘‌আ ডলস্‌ হাউস’‌ অবলম্বনে ‘‌গুড়িয়া ঘর’‌–এ অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন ঊষা গাঙ্গুলি।