The Gray Man: ছবির পোস্টার ট্রেলারে নজর কেড়েছেন আগেই,অ্যাকশন দৃশ্যের ভিডিও সামনে আসতেই ধনুশকে নিয়ে উত্তেজিত অনুরাগীরা
Photo Credit_Twitter

সদ্য হলিউডে পা রাখতে দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুশকে। কখনও বলিউড কখনও সাউথ, একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি সিনেদুনিয়ায়। ধনুশ প্রথম থেকেই বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়তে পছন্দ করেন। তার প্রমাণ মিলেছে অতীতে একাধিকবার। তবে এবার হলিউড থেকে ডাক পাওয়া মাত্রই তাঁকে ঘিরে জল্পনা উঠেছিল তুঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে দ্য গ্রে ম্যান এর ট্রেলার। যা দেখে উত্তেজিত তাঁর ভক্তরা। এবার নেটফ্লিক্স ইন্ডিয়া ছবির শ্যুটের কিছু ভিডিও প্রকাশ করল সোশ্যাল মিডিয়ায়। যেখানে ধনুশকে ফুলের তোড়া দিতে দেখা যায়।

দ্য গ্রে ম্যান-এ অভিনয় করেছেন রায়ান গসলিং, ক্রিস ইভান্স, আনা ডি আরমাস, জেসিকা হেনউইক, রেগে-জিন পেজ, ওয়াগনার মৌরা, জুলিয়া বাটারস, ধানুশ, আলফ্রে উডার্ড এবং বিলি বব থর্নটো।