বক্সঅফিসে ফ্লপ রণদীপ হুডা  (Randeep Hooda) এবং ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D'Cruz) অভিনীত ছবি তেরা কেয়া হোগা লাভলি (Tera Kya Hoga Lovely)। এবার এই নিয়ে প্রযোজনা সংস্থা সোনি পিকচার্সকেই দুষলেন পরিচালক বলবন্ত সিং জানজুয়া। তিনি বলেন, করোনার সময় ছবির শুটিং হয়েছে এবং সেই সময়েও সবকিছু ঠিক ছিল। ছবির মুক্তি যত সামনে এল পরিস্থিতি পাল্টাতে শুরু করল। রিলিজের আগে যে প্রচার দরকার সেটা একেবারেই হয়নি। সংস্থার পক্ষ থেকে কোনও মার্কেটিং হয়নি। তবে গোয়া ফিল্ম ফেস্টিভেল ছবিটি বেশ প্রশংসিত হয়।

কিন্তু সোনি পিকচার্সের মতো এতবড় সংস্থার টিম মার্কেটিং সম্পর্কে একদমই সচেতন নয় বলে অভিযোগ পরিচালকের। তিনি বলেন, সোনি পিকচার্স ইন্ডিয়ার সিইও যখন বেরিয়ে যান, তখন প্রচারের দায়িত্বে থাকা যে টিমটি কাজ করছিল, তাঁরা কার্যত অযোগ্যষ এমনকী ভারতের কাজগুলি দেখছিল লস এঞ্জেলসের সংস্থা, যাদের ভারতীয় ছবির মার্কেটিংয়ের বিষয়ে কোনও জ্ঞানই নেই।

গত ৩ মার্চ মুক্তি পায় তেরা কেয়া হোগা লাভলি ছবিটি। সিনেমাটি সেভাবে প্রচারের আলোয় না আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে সমালোচকরা ভালোই প্রতিক্রিয়া দিয়েছেন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা, ইলিয়ানা ডি'ক্রুজ, করণ কুন্দ্রার মতো তারকারা।