Vijay Deverakonda (Photo Credits: Instagram)

Vijay Deverakonda Accident:গাড়ি দুর্ঘটনা থেকে বরাতজোরে রক্ষা পেলেন চলচ্চিত্র তারকা বিজয় দেবরকোন্ডা ((Vijay Deverakonda))।  সহ অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদানের জল্পনার মাঝে বিজয়ের ভক্তরা আতঙ্কিত হয়ে পড়লেন। অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্থিতে পরিবাবের সদস্যদের সঙ্গে যাওয়ার সময় তেলগু সিনেমার মহাতারকা বিজয়ের গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে বলে খবর। তবে বিজয় ও সেই গাড়িতে সফর করা তার পরিবারের কেউ গুরুতরভাবে আহত হননি। তবে গাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। শোনা যাচ্ছে পুট্টাপর্তিতে বিজয় যাচ্ছিলেন শ্রী সত্য সাই বাবা আশ্রমে। বিজয়ের গাড়ি দুর্ঘটনা নিয়ে সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্মগুলিতে বিশেষ করে এক্স (আগে নাম ছিল টুইটার)-এ বেশ কিছু খবর আসছে।

বিজয়ের দুর্ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও দেখা যাচ্ছে

সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে থেকে বেরিয়ে আসছেন বিজয়। একটি টুইটে বলা হয়েছে, বিজয়ের দুর্ঘটনার খবর শুনে আঁতকে ওঠেন রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna, )। রশ্মিকা বারবার ফোন করে বিজয়ের খোঁজ নিতে থাকেন বলে খবর। তবে সেইসব পোস্টের সত্যতা যাচাই করা যায়নি। তবে প্রশাসন সূত্রে বলা হয়েছে, তারকা অভিনেতা বিজয় দেবরকোন্ডার ছোটখাট একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ তেমন আহত হননি। ঘটনার তদন্ত চলছে।

দেখুন দুর্ঘটনায় পড়া বিজয়ের সেই গাড়ির ভিডিও

রশ্মিকা মন্দনার সঙ্গে সম্প্রতি বাগদান সারেন বিজয়

সংবাদমাধ্যমে প্রকাশ, দিনকয়েক আগেই 'অর্জুন রেড্ডি','গীতা গোবিন্দম' খ্য়াত নায়ক বিজয় ও পুষ্পা খ্য়াত অভিনেত্রী রশ্মিকা মন্দনার মধ্যে বাগদান হয়ে গিয়েছে। চুপিসারে রুপালী পর্দার নায়ক-নায়িকা বাগদান সারার পর কমাস পর বিয়েও করেছেন বলে খবর। সংবাদমাধ্যমের একাংশের দাবি, আগামী ফেব্রুয়ারিতেই চার হাত এক হবে বিজয়-রশ্মিকার।