Dipika Kakar diagnosed with liver tumour (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ মেঃ স্বামী শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim) এবং একরত্তি ছেলে রুহানকে নিয়ে দিব্বি সুখেই দিন কাটছিল অভিনেত্রী দীপিকা কক্করের (Dipika Kakar)। সুখের সংসারে আচমকাই হানা দিল অসুখ। গুরুতর অসুস্থ টেলিভিশন অভিনেত্রী দীপিকা। লিভারে টিউমার (Liver Tumour) ধরা পড়েছে।। যার আকার বেশ বড়সড়। অস্ত্রোপচার করে সেই টিউমার বের করতে হবে। ছেলে রুহানের বয়স এখন ৩ পার হয়নি। এরই মাঝে স্ত্রীয়ের অসুস্থ হয়ে পড়ায় মাথায় চিন্তার আকাশ ভেঙে পড়েছে শোয়েবের। ইউটিউব চ্যালেনে ভিডিও বার্তার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে খবরটি ভাগ করে নিয়েছেন দীপিকার স্বামী। স্ত্রীয়ের সুস্থতা কামনা করার জন্যে সকলকে অনুরোধ করেছেন শোয়েব।

অসুস্থ দীপিকা

শোয়েব জানান, কয়েক দিন ধরেই পেটের যন্ত্রণা হচ্ছিল দীপিকার। প্রাথমিকভাবে গ্যাসের সমস্যা ভেবে বিষয়টায় সেভাবে গুরুত্ব দেননি অভিনেত্রী। কিন্তু যন্ত্রণা না কমায় চিকিৎসককে দেখানো হলে কয়েকটি অ্যান্টিবায়োটিক খেতে বলা হয়। অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যাথা সেরেও যায়। তবে কয়েকদিন পর ফের যন্ত্রণা শুরু হয়। এরপর চিকিৎসক কিছু পরীক্ষা করতে বলেন। সেই রিপোর্টের ধরা পড়ে, পেটে একটি বড় টিউমর রয়েছে। দীপিকার লিভারের বাম দিকের লোবে একটি টিউমার রয়েছে। যার আকার টেনিস বলের মত। অস্ত্রোপচার করেই শরীর থেকে বের করতে হবে টিউমারটি। কিন্তু তার আগে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে দেখছেন, টিউমারটিতে ক্যানসারের সংক্রমণ রয়েছে কিনা। সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই পরবর্তী চিকিৎসার পদক্ষেপ করা হবে।

স্ত্রীর অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন শোয়েব। চোখে মুখে নেমেছে বিষন্নতার মেঘ। জানালেন, ছেলে রুহান এখনও মায়ের বুকের দুধ খায়। দীপিকার চিকিৎসা, লাগাতার হাসপাতাল যাতায়াত, অস্ত্রোপচার - এই সব কিছুর মাঝে কীভাবে ছোট ছেলেকে সামলে উঠবেন তিনি তা ভেবে কুল পাচ্ছেন না।