ম্বই, ১১ নভেম্বর: ফের মুখ খুললেন টেলি তারকা রূপালি গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly) সৎ মেয়ে এষা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এষা নিজের বাবা অশ্বিন ভর্মা এবং সৎ মা রূপালি গঙ্গোপাধ্যায়ের (Rupali Ganguly's stepdaughter) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এষা বলেন, তিনি যখন বেড়ে উঠছিলেন, সেই সময় বাবা তাঁর খোঁজ নেননি। তাঁর বেড়ে ওঠার সময় বাবা অশ্বিন ভর্মা যেমন তাঁর খোঁজ নেননি, তেমনি সৎ মা রূপালি গঙ্গোপাধ্যায়ও তাঁকে একা করে দেন। কিশোর বয়সে তাঁর খোঁজ নেওয়ার পরিবর্তে, তাঁর মানসিক সমস্যা রয়েছে বলে দাবি করেন রূপালি এবং তাঁর অশ্বিন। এমন দাবি করেন এষা ভর্মা। ফলে তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন দাবি করেন এষা।
রূপালির সৎ মেয়ে বলেন, তাঁর বয়স বর্তমানে ২৬ কিন্তু পুরনো স্মৃতি, কষ্ট সব রয়েছে। কোনও কিছু থেকে তিনি মুক্তি পাননি বলে অভিযোগ করেন এষা ভর্মা। অতীতে যা হয়েছে তাঁর সঙ্গে, তার প্রভাব যেমন বর্তমানে পড়ছে, তেমনি ভবিষ্যতে পড়বে বলেও মনে করেন পর্দার অনুপমার সৎ মেয়ে।
তাঁকে ভালবাসার পরিবর্তে অশ্বিন এবং রূপালি তাঁকে ফেলে রেখেছিলেন। তাঁকে অবজ্ঞা করেন। তাঁকে বাইরের মানুষের মত করে ব্যবহার শুরু করেন। এমনকী এসব করেও ওঁরা তাঁর কাছে ক্ষমা চাননি। কোনও সময় প্রকাশ্যে তাঁর কথা বলেননি বলেও মন্তব্য করেন এষা। সবচেয়ে বড় কথা, নিজের বাবা কীভাবে তাঁকে অস্বীকার করে, তাঁকে অস্থির মানসিকতার বলে দাগিয়ে দিতে পারেন বলে প্রশ্ন তোলেন এষা। সবাই যখন তাঁকে ভুল বুঝতে শুরু করে, বাবা কারও সঙ্গে তাঁর হয়ে লড়াই করেননি বলে অভিযোগ করেন রূপালির সৎ মেয়ে।