চেন্নাই, ২ মে: প্রয়াত বিশিষ্ট তামিল সঙ্গীতশিল্পী উমা রমানান। গত বুধবার রাতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। জানা যাচ্ছে, শিল্পীর চেন্নাইয়ের বাসভবনেই মৃত্যু হয়, তবে মৃত্যুর কারণ অজানা। জানা যাচ্ছে, শেষ সময়ে শিল্পীর কাছে ছিলেন তাঁর স্বামী এভি রমানান এবং ছেলে ভিগনেশ রমানান। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। ইতিমধ্যেই ঘনিষ্ঠজন, ভক্তেরা শিল্পীর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ শিল্পী, সহকর্মীরা ইতিমধ্যেই উমা রমানানকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গিয়েছেন।
বিখ্যাত তামিল সঙ্গীত পরিচালক ইলিয়ারাজার সঙ্গে তাঁর যুগলবন্দি সবথেকে জনপ্রিয় ছিল। তাঁর সঙ্গে কমপক্ষে ১০০ টি গান গেয়েছেন উমা রমানান। যা কার্যত বিরল রেকর্ড। ১৯৭৭ সাল থেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত তামিলে ১৯০টিরও বেশি গান গেয়েছেন তিনি। যার মধ্যে অধিকাংশটাই ইলিয়ারাজার সঙ্গে।
Playback singer Uma Ramanan dies at 72 in Chennaihttps://t.co/XfaLOsqgdT
— India Today Showbiz (@Showbiz_IT) May 2, 2024
প্লেব্যাক সিঙ্গার ছাড়াও উমা রমানানের শাস্ত্রীয় সঙ্গীতেও বেশ ভালোই দক্ষতা ছিল। তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী হিসেবেই। শিল্পী প্লেব্যাক সিঙ্গার হিসেবে রেকর্ড গড়ার পাশাপাশি স্টেজ শো-তেও অনন্য নজির গড়েছিলেন। দীর্ঘ ৩৫ বছরের কেরিয়ারের কমপক্ষে ৬ হাজার স্টেজ শো করেছেন উমা রমানান।