Sukanto Kundu, Ananya Guha (Photo Credit: Facebook)

সামনেই বিয়ে টলিউডের জনপ্রিয় মুখ অভিনেত্রী অনন্যা গুহর (Ananya Guha)। দীর্ঘদিনের বন্ধু সুকান্ত কুণ্ডুর (Sukanto Kundu) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অনন্যা। আর কয়েকদিনের মধ্যেই বাগদান পর্ব সেরে নেবেন সুকান্ত এবং অনন্যা। আংটি বদলের আগে তাই কলকাতার রাস্তায় থাকা বেশ কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ালেন এই জুটি। শহরের রাস্তায় বেরিয়ে কখনও বৃদ্ধার হাতে শাড়ি তুলে দেন অনন্যা আবার কখনও গাড়ি থামিয়ে সুকান্ত কথা বলেন বৃহন্নলাদের সঙ্গে। অসহায়দের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে রংবেরংয়ের শাড়ি তুলে দেন তাঁরা। সেই সঙ্গে মাথা পেতে নেন সেই সমস্ত মানুষের আশীর্বাদ। সুকান্ত কুণ্ডু নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে এই হবু দম্পতিকে আশীর্বাদ করেন বহু মানুষ।

অনন্যা এবং সুকান্ত পাশে দাঁড়ালেন অসহায়দের...