শাহরুখ খানের পাশাপাশি তার সন্তানরাও লাইমলাইটে থাকে, বিশেষ করে সুহানা খান। গত কয়েকদিন ধরে প্যারিসে ছুটি কাটাচ্ছেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা। তিনি তাঁর বন্ধু অনন্যা পান্ডের সঙ্গে প্যারিসে ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কিছু সুন্দর মুহূর্তের ছবি।

ছবিতে সুহানাকে (Suhana Khan) বিভিন্ন পোশাকে এবং বিভিন্ন লোকেশনে দেখতে পাওয়া যাচ্ছে। একটি ছবিতে তাঁর বন্ধু ও অভিনেত্রী অনন্যা পান্ডেকেও (Ananya Panday) দেখতে পাওয়া যাচ্ছে। ছবিতে সুহানার পোশাক বেশ সুন্দর। একটি ছবিতে সুহানাকে সাদা পোশাকের সঙ্গে বাদামি রঙের কোর্টে দেখতে পাওয়া যাচ্ছে।

ভক্তরা তাঁদের এই সুন্দর ছবিগুলিকে খুব পছন্দ করছেন এবং কমেন্টে তাঁর সৌন্দর্যের প্রশংসা করতে দেখা যাচ্ছে ভক্তদের। সুহানা খানকে শেষ দেখা গিয়েছিল জোয়া আখতার (Zoya Akhtar) পরিচালিত দ্য আর্চিস (The Archies) ছবিতে। তবে ছবিতে তাঁর অভিনয় তেমন পছন্দ করেননি ভক্তরা। তা সত্ত্বেও তাঁর আগামী ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।