Subho Bijaya Movie: মহালয়ার সকালের বিষাদের সুর, রোহন সেন এর শুভ বিজয়ার টিজার এল প্রকাশ্যে(দেখুন ভিডিও)
Photo Credit_Youtube

শুভ বিজয়া, শব্দটির মধ্যে শুভ থাকলেও সকলের কাছে ভীষণ বেদনাদায়ক একটি দিন। সারা বছর প্রতীক্ষার পর মা আসেন, পুজোর সাজ, পুজোর ঘোরা, পরিবারের সঙ্গে চারটে দিন কাটানো, খাওয়া সঙ্গে প্রেমও থাকে বেশ রমরমিয়ে। তবে নবমীর রাত থেকেই চেনা আলোগুলো যেন জৌলুস হারায়, ম্লান হয়ে যায় মাতৃপ্রতিমার মুখও। সকলের চোখের কোল আসে ভিজে। কান্নায় ভেঙে পড়া বাড়ির কর্তাদের মুখ দেখেই বোঝা যায় পরিবারের মেয়ে চলে যাওয়ার অনুভুতি ঠিক কতটা কঠিন। নবমীর মধ্যরাত থেকে শুরু করে বরণ, দশমীর বিজয়া, তবুও বিদায় বেলায় হাসি মুখেই মাকে জানানো আসছে বছর আবার হবে।এই চেনা ছবিটাই তুলে ধরতে চলেছে রোহন সেন নির্দেশিত নতুন বাংলা ছবি 'শুভ বিজয়া'। মহালয়ার দিনই মুক্তি পেল ছবির টিজ়ার।

দুর্গা পুজো নিয়ে অতীতেও বহু ছবি হয়েছে, যার পরতে-পরতে জড়িয়ে থাকে পুজোর গন্ধ। শুভ বিজয়াও ঠিক তেমনই একটি ছবি। এই ছবিতে পাওয়া যাবে দুই রিয়েল লাইফ জুটিকে। বনি-কৌশানি জুটি ও রিল লাইফ দম্পতি হিসাবে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে রয়েছেন, দেবতনু, খরাজ মুখোপাধ্যায়, মানসী সিনহা, অমৃতা দে সহ আরও অনেকে।