Made In India

নয়াদিল্লি: ‘বাহুবলী' এবং ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি করার পর এবার এস এস রাজামৌলি নতুন চমক। ছবিটি 'ভারতীয় চলচ্চিত্রের জনক' দাদাসাহেব ফালকে-এর উপর ভিত্তি করে তৈরি হবে বলে জানা গিয়েছে। ছবিটির নাম 'মেড ইন ইন্ডিয়া' (Made In India)। এই ছবিটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা নীতিন কক্কর। ছবিটি প্রযোজনা করবেন বরুণ গুপ্ত ও এস এস কার্তিক। এটি ছয়টি ভাষায় মুক্তি পাবে – মারাঠি, তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নড়। 'মেড ইন ইন্ডিয়া' ঘোষণা করার সময়, এসএস রাজামৌলি টুইটারে (এক্স) লিখেছেন যে ছবিটির গল্প শুনে তিনি কেঁদেছিলেন। তিনি জানান, 'মেড ইন ইন্ডিয়া'র জন্য তাঁর দল তৈরি।

দেখুন