একে একে বলি তারকারা পাড়ি দিচ্ছেন আবু ধাবিতে (Abu Dhabi)। শুক্রবার ২৭ সেপ্টেম্বর থেকে সেখানে বসবে আইফা ২০২৪-এর আসর (IIFA Awards 2024)। আগের দিনই সেখানে পৌঁছে গিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। বিদেশের মাটিতে আয়োজিত আইফা ২০২৪-এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন তিনি। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কারের মঞ্চে বলি তারকাদের পাশাপাশি উপস্থিত থাকবে দক্ষিণী নক্ষত্ররাও। মেগা ইভেন্টের উদ্দেশ্যে ইতিমধ্যেও রওনা দিয়েছেন সকলে।
২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে দক্ষিণী চলচ্চিত্র জগতকে উৎসর্গ করা হবে। দক্ষিণী চলচ্চিত্র জগতের নক্ষত্রদের জন্যে নিবেদিত ইভেন্ট 'আইফা উৎসবম' দিয়ে শুরু হবে আইফা ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান। সম্মান জানানো হবে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ইন্ডাস্ট্রিকে। মেগাস্টার চিরঞ্জীবীকেও (Chiranjeevi) সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে।
দ্বিতীয় দিন, ২৮ সেপ্টেম্বর, শনিবার থাকছে বলি তারকাদের চমক। আইফার মঞ্চে সঞ্চালনা করবেন শাহরুখ খান (SRK), ভিকি কৌশল (Vicky Kaushal), করণ জোহার (Karan Johar)। এদিন আইফার মঞ্চে পারফর্ম করবেন 'এভারগ্রিন' রেখা (Rekha)। পুরস্কার বিতরণের পাশাপাশি শহিদ কাপুর, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং ভিকি কৌশলদের দুর্দান্ত পারফর্মেন্সে আগুন জ্বলবে আবু ধাবির আইফার মঞ্চে।
আগের দিন বৃহস্পতিবারই আবু ধাবি পৌঁছেছেন কিং খান...
View this post on Instagram
তৃতীয় দিন, ২৯ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হবে 'আইফা রকস' অর্থাৎ মিউজিক অ্যাওয়ার্ড। সারা বছর যাদের সুরের জাদুতে ভোরে থাকে প্রত্যেকের প্লে-লিস্ট সেই সকল সঙ্গীত জগতের শিল্পীদের এদিন সম্মান জানাবে আইফা। হানি সিং, শিল্পা রাও, শঙ্কর-এহসান-লয়ের মতো শিল্পীরা এদিন উপস্থিত দর্শকদের জন্য লাইভ পারফর্ম করবেন।