Srijit, Susmita, Mithila (Photo Credit: Instagram)

কলকাতা, ২১ জুলাই: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) জীবনে নতুন প্রেম? এমন গুঞ্জনে কার্যত উত্তাল টলি পাড়া। অভিনেত্রী  সুস্মিতা চট্টোপাধ্যায়ের (Susmita Chatterjee) সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলে ফিসফাঁস শুরু হয়েছে। সৃজিতের সঙ্গে সুস্মিতার একটি ছবি নিয়ে গুঞ্জনের সূত্রপাত। যে ছবি সুস্মিতা চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুললেই জ্বলজ্বল করে জ্বলতে দেখা যাচ্ছে। সৃজিত এবং সুস্মিতার সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় টলিউডের জনপ্রিয় পরিচালক সেভাবে মুখ খুলতে চাননি। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও চুপ রয়েছেন। সৃজিতের স্ত্রী রাফিয়াৎ রশিদ মিথিলাও (Rafiath Rashid Mithila) কোনও ধরনের মন্তব্য করেননি, তাঁদের সম্পর্ক নিয়ে। সবকিছু মিলিয়ে টলিউডে ফের নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে এবং তা আবর্তিত হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়েই।

দেখুন সৃজিত এবং সুস্মিতার সেই ছবি...

 

 

View this post on Instagram

 

বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায়। যা নিয়েও এক সময় জোর চর্চা শুরু হয়। বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর রাফিয়াৎ রশিদ মিথিলা বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায়কে। মিথিলার সঙ্গে সৃজিতের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তবে বিয়ের পর কয়েক বছরের মধ্যেই সৃজিত এবং মিথিলার সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, তা কার্যত স্পষ্ট বলে মনে করছেন অনেকে।

আর সেই কারণে মিথিলাকে বর্তমানে বাংলাদেশেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় কন্যা আইরাকে নিয়ে। তবে দুজনের আইনি বিচ্ছেদ এখনও না হলেও, সৃজিত বা মিথিলাকে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করতে শোনা যায়নি।