মেয়ে সোনাক্ষীর বিয়ের আগে বাড়িতে পুজো করলেন শত্রুঘ্ন সিনহা (ছবিঃX)

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। আজ, রবিবার সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল ( Zaheer Iqbal )। বেশকিছু দিন ধরে চর্চায় এই তারকার বিয়ে। মেয়ের বিয়েতে নাকি রাজি নন অভিনেতা এবং তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তবে সে সব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিলেন অভিনেতা। মেয়ে জামাইয়ের মাথায় আশীর্বাদের হাত রেখেছেন শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রী পুণম সিনহা। বিয়ের আগের দিন শত্রুঘ্নর বাড়ি রামায়ণে হল পুজো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই পুজোর ভিডিয়ো। পুজো সেরে সোনাক্ষীর বাড়ি থেকে বের হচ্ছিলেন ঠাকুর মশাই। পাপারাজ্জিরা ঘিরে ধরেন তাঁকে। তবে কোনও উত্তর দিতে রাজি হননি ঠাকুর মশাই। শুধু বলেন, "যা বলার কাল বলব।" এ দিন সোনাক্ষীর পরনে ছিল নীল সালোয়ার। হাতে লেগেছিল বিয়ের মেহেন্দি। প্রসঙ্গত, হিন্দু বা মুসলিম মতে নয়, রেজিস্ট্রি করেই বিয়ের পর্ব সারবেন এই জুটি। মেয়ের উপলক্ষে সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি 'রামায়ণ।' অন্যদিকে পাত্র জাহিরের বাড়িতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোনাক্ষীর বিয়ে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ভক্তদের। বিয়ের সাজে বর-কনেকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।