Asha Bhosle

কলকাতা: ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আশা ভোঁসলের আগামীকাল ৯০ তম জন্মদিন। দশকের পর দশক ধরে আশাজির সুরে মাতোয়ারা হয়ে আছে গোটা দেশ। কেবল ভারত নয়, এই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বেই জনপ্রিয় আশা ভোঁসলে (Asha Bhosle)। ৯৫০টির বেশি সিনেমায় গান গেয়েছেন আশা। বাংলা, হিন্দি, মারাঠি, ওড়িয়া-সহ একাধিক আঞ্চলিক ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম। ৮ সেপ্টেম্বর তাঁর জন্মদিনের আগে, চলুন দেখে নেওয়া যাক তাঁর কিছু অবিস্মরণীয় গান যা, বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে অমলিন চিহ্ন রেখছে।

দম মারো দম

আশা ভোঁসলের 'দম মারো দম' গানটি উদ্যমী এবং চিত্তাকর্ষক। 'হরে রামা হরে কৃষ্ণ' সিনেমার এই গানটি আইকনিক।

চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো

'ইয়াদোঁ কি বারাত'-এর 'চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো', আশা ভোঁসলের মিষ্টি এবং প্রাণবন্ত কণ্ঠ এই গানটি অপূর্ব।

ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা

আশার 'ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা' গানটি বেশ জনপ্রিয়।

ও মেরে সোনা রে

'তিসরি মঞ্জিল' সিনেমার 'ও মেরে সোনা রে' গানে মহম্মদ রফির সঙ্গে আশা ভোঁসলের ডুয়েট গানটি চিরন্তন ক্লাসিক।